1. admin@dainikprothomnews.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল মুস্তাফিজের জন্য খারাপ দিন, পাথিরানায় মুম্বাই ফোর্টে চেন্নাইয়ের জয় মোবাইলে আর্থিক সেবা ২২ কোটি গ্রাহক, লেনদেন ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা: সাঈদ খোকন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে পুলিশে চাকরির প্রলোভনে শূন্য স্টাম্প ও চেকসহ প্রতারক আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২৫ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে, তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা বাংকের পৃথক দুইটি শূন্য চেকসহ এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম মোঃ এনামুল হক (৪০), সে খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম এর সার্বিক তত্তাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি এলাকা হতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার নাম করিয়া আসামীরা টাকা পয়সা লেনদেন বিষয়ে আলাপ আলোচনা করার সময় আসামীকে আটক করা হয়।

আটককৃত এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার ইয়াসিন আলীকে চাকরি দেওয়ার প্রতিশ্রতিতে ১৪ লক্ষ টাকা চুক্তি করেন। এসময় আসামীর নিকট থেকে ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। এসময় তার থেকে আলামত সমূহ জব্দ করে ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, সে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে, যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ এর চেষ্টায় লিপ্ত রয়েছে।

এ বিষয় পাটকেলঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং ০৯ এবং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএমএইচ

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি