1. admin@dainikprothomnews.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল মুস্তাফিজের জন্য খারাপ দিন, পাথিরানায় মুম্বাই ফোর্টে চেন্নাইয়ের জয় মোবাইলে আর্থিক সেবা ২২ কোটি গ্রাহক, লেনদেন ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা: সাঈদ খোকন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুস্তাফিজের জন্য খারাপ দিন, পাথিরানায় মুম্বাই ফোর্টে চেন্নাইয়ের জয়

খেলা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬০ জন দেখেছে
ছবি সংগৃহীত

ওয়াংখেড়ের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে মুস্তাফিজুর রহমানের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। সেই চ্যালেঞ্জে টাইগার পেসার ‘দাহা ফেল’। ওভার প্রতি প্রায় ১৪ রান দিয়েছেন। মুম্বাইয়ের ব্যাটারদের লক্ষ্য ছিল ফিজ। ৪ ওভারের কোটায় তিনি প্রায় ১৪ গড়ে ৫৫ রান খরচ করেছেন। বিনিময়ে তিনি মাত্র একটি উইকেট নিতে সক্ষম হন।

মুস্তাফিজের খারাপ দিনে সেরা পারফরম্যান্স দিলেন চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। চোট কাটিয়ে ফিরেছেন অগ্নি। প্রায় ঝড়ে ছিটকে পড়া ম্যাচে দলকে দারুণ জয়ে নিয়ে যান রোহিত। চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে সফল দুটি দলের মধ্যে একটি ব্লকবাস্টার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে।

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস হেরে ব্যাটিং করার পর, রুতুরাজ গায়কওয়াড় এবং শিবম দুবের জুটি এবং ধোনির হ্যাটট্রিক ছক্কায় চেন্নাই ২০৬ রানের বিশাল পুঁজি গড়ে তোলে। জবাবে মুম্বাই শুরুটা ভালো করে। একটি পাথিরানার তাণ্ডব স্বাগতিক শিবিরে ভেঙে পড়ে। ৬৩ বলে ১০৫ রান করেও দলকে জেতাতে পারেননি রোহিত শর্মা। পাথিরানা ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালো হয়নি। নিয়মিত ওপেনার রুতুরাজ গোকোয়াড়ের পরিবর্তে আজ রচিন রবীন্দ্রের সঙ্গে ওপেন করতে আসেন অজিঙ্কা রাহানে। তবে ৮ রানে জেরাল্ড কোয়েটজের শিকার হয়ে সাজঘরে ফেরেন রাহানে।

রাহানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে রবীন্দ্র ও গায়কোয়াড় ৫২ রানের জুটি গড়েন। রবীন্দ্র ১৬ বলে ২১ রান করে ফেরেন এবং সেই জুটি ভেঙে যায়। তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন দুবে-গায়কোয়াড়। ৪৫ বলে ৯০ রানের সেই জুটি দলকে বড় সংগ্রহের ভিত্তি দিয়েছে।

হার্দিক পান্ডিয়ার ৩৯ বলে ৫ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৬৯ রান গায়কওয়াদকে ড্রেসিংরুমে ফেরান। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায়। যাইহোক, শেষ পর্যন্ত, মহেন্দ্র সিং ধোনির ক্যামিও ইনিংস চেন্নাইকে ২০০ রান ছুঁয়েছে।

বিশতম ওভারে ব্যাট করার পর প্রথম তিন বলে তিনটি ছক্কা মেরেছিলেন ধোনি। নিজের খেলার চতুর্থ বলে ২ রান নেন এই তারকা ব্যাটসম্যান। ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। দুবেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৩৮ বলে ৬৬ রান করেন তিনি।

জবাবে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ ভালো শুরু করেন। কিন্তু এক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়। অষ্টম ওভারে মাথিশা পাথিরানাকে নিয়ে আসেন রুথুরাজ। ওই ওভারের প্রথম বলেই ঈশানকে আউট করেন লঙ্কান বোলার। মরিয়া হয়ে সূর্যকুমার যাদবকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়েছে মুম্বাই। ক্রিজে রয়ে গেছেন মাত্র দুই বল। তবে সূর্যকুমারের ক্যাচটি হতে পারে চলতি আইপিএলের সেরা ক্যাচ। থার্ডম্যানের হাতে বল পৌঁছে দেন পাথিরানার। এবং এটি প্রায় ছয় ছিল. কিন্তু সেই ক্যাচটা নেন মুস্তাফিজ। ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি বল ছুড়ে দেন। এক পা বাউন্ডারির ভেতরে রেখে ভারসাম্য ফিরে পান লোফেনকে ধরার জন্য। পর্যালোচনা দেখার পরে দেওয়া.

পরপর দুই উইকেট হারানো মুম্বাইয়ের দায়িত্ব নেন রোহিত ও তিলক ভার্মা। তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন দুজনে। দুজনেই আগ্রাসী খেলছিলেন। কিন্তু রুতুরাজ আবার পাথিরানাকে ধাক্কা দেন। দ্বিতীয় স্পেলের প্রথম বলেই তিলককে ফেরান পাথিরানা। এরপর হার্দিককে ফেরত পাঠান তুষার দেশপান্ডে।

শেষ পর্যন্ত দুটি ছক্কা মেরে মুস্তাফিজুরকে আশা জাগিয়েছিলেন টিম ডেভিড। কিন্তু খুব আক্রমনাত্মক হওয়ার দাম বাউন্ডারিতে ধরা পড়তে হয়। শেষ পর্যন্ত খেলেছেন রোহিত। শেষ ওভারে সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় হেরে মাঠ ছাড়তে হয়।

এমএমএইচ

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি