1. admin@dainikprothomnews.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল মুস্তাফিজের জন্য খারাপ দিন, পাথিরানায় মুম্বাই ফোর্টে চেন্নাইয়ের জয় মোবাইলে আর্থিক সেবা ২২ কোটি গ্রাহক, লেনদেন ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা: সাঈদ খোকন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসীদের হাত থেকে মৎস্যঘের রক্ষা ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৬৮ জন দেখেছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার প্রতাপনগরের চিহ্নিত সন্ত্রাসী লুটতরাজ মামলাবাজ আব্দুল্লাহ আল মামুন গংয়ের হাত থেকে মৎস্যঘের রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আশাশুনির গ্রতাপনগর গ্রামের রুহুল আমিন গাজীর ছেরে আবু আবদুল্যাহ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামের মৃত আব্দুল কাদের সানার পুত্র আব্দুল্লাহ আল মামুন, শহিদুল্লাহ সানা, আমানুল্লাহ সানা, আজিবার রহমানের পুত্র আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে একাধিক নাশকতা, ডাকাতি, মৎস্যঘের দখল, মারপিটসহ নানা অভিযোগ রয়েছে। এপর্যন্ত তাদের বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এতসব মামলা থাকার পরও তারা অত্র এলাকায় একেরপর এক নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। শ্রীপুর মৌজায় ৫০৬ এবং ৫০৭ দাগে আনুমানিক ২০ বিঘা সরকার বাহাদুরের কাছ থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে আমি এবং প্রতিবেশী ভাই রিয়াছাত আলী লস্কর মিলে মৎস্যঘের পরিচালনা করে আসছি।

প্রতাপনগরে মৎস্যঘের পরিচালনা করতে গেলে আব্দুল্লাহ বাহিনীকে চাঁদা দিতেই হবে। জীবিকার তাগিদে দীর্ঘদিন চাঁদা দিয়ে আসলেও ২০১৯ সালের দিকে আকস্মিকভাবে উক্ত মৎস্যঘের দখল নেওয়ার চক্রান্ত শুরু করে এবং আব্দুল্লাহ প্রকাশ্যে বলে তারা ঘের বাঁধবে কিন্তু ঘের করবো আমরা। সেসময় থেকেই আব্দুল্লাহ বাহিনীর সাথে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আমাকো, রিয়াছাতআলীসহ আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ নানান হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।

আব্দুল্লাহ বাহিনী এতটাই হিংস্র যে তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, মারপিট ও মানহানির মত নির্যাতন করে আব্দুল্লাহ বাহিনী। আমাকে একাধিকবার হত্যাসহ জমি অবৈধভাবে দখলের হুমকি ধামকিও প্রদর্শন করেছে আব্দুল্লাহ বাহিনী।

এবিষয়ে আমি আশাশুনি থানায় সাধারণ ডায়েরিও করেছি। তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মামলা দেওয়া হল। আশাশুনি থানার মামলা নং-০৫, তাং- ১১ এপ্রিল‘২০১৪, মামলা নং-০৬, ০৮ সেপ্টেম্বর ২০১৭, মামলা নং- ০৮, তাং- ১৪ সেপ্টেম্বর ২০১৭, মামলা নং- ১৮, তাং- ২৯ জুন ২০১৮, কয়রা কোর্ট মামলা নং- ০৫/১৮ তাং- ১২ জুলাই‘২০১৮, আশাশুনি থানার মামলা নং- ১২, তাং-০৯ সেপ্টেম্বর‘২০১৮, মামলা নং-১৪,তাং- ২৭ অক্টোবর‘২০১৮। এছাড়াও একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন উল্লেখিত আব্দুল্লাহ বাহিনী বছরের ৬ মাস সমুদ্রে মাছ ধরে। এলাকার ফিরে বাকী ৬ মাস শান্তি প্রিয় মানুষের জমি দখল, ঘেরদখল, চাঁদাবাজিসহ নানান অপকর্ম চালিয়ে থাকে। আব্দুল্লাহ বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করা অনিশ্চিত হয়ে পড়বে।

এসময় তিনি বলেন, উল্লেখিত আব্দুল্লাহ বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আমাদের মৎস্যঘের রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিতকরাসহ এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এমএমএইচ

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি