1. admin@dainikprothomnews.com : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল মুস্তাফিজের জন্য খারাপ দিন, পাথিরানায় মুম্বাই ফোর্টে চেন্নাইয়ের জয় মোবাইলে আর্থিক সেবা ২২ কোটি গ্রাহক, লেনদেন ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা: সাঈদ খোকন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোথা হতে এসেছে স্বাধীনতা

শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা
  • প্রকাশিত : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৩১ জন দেখেছে

সকল সরকারী অফিসের মতো
আমার দপ্তরেও বঙ্গবন্ধুর
একটি ছবি টাঙানো আছে।
একটু অবসর পেলেই
আমি সেই ছবির দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি।
কী গভীর অন্তর্ভেদী দৃষ্টি!
মনে হয় আমার অন্তরের
গহীনে কী আছে
সবকিছু পড়ে ফেলতে পারবে।
আমি আমার সামনের দেয়ালে
আরো কিছু ছবি টাঙাতে চাই-
রক্তাক্ত মুক্তিযোদ্ধার ছবি
নির্যাতিতা মা বোনের ছবি
যুদ্ধাকালীন ঘর ছাড়া,
আপনজন হারানো বেদনার্ত
মানুষের ছবি।
লাঙল ঠেলে কঠিন মাটির বুক
চিরে ফসল বের করা কৃষকের ছবি।
আমি জানি, যে দেখবে তার মনে
প্রশ্ন আসবে – এখানে এসব কেন?
আমার যখন ক্লান্তি আসবে কাজে
শরীর চাইবে একটু আরামের খোঁজ
মনে যখন অবসন্নতা ভর করবে
কাজে যখন মন বসতে চাইবে না
ঠিক তখন আমি চোখ তুলে চাইবো
বঙ্গবন্ধুর ছবির দিকে, উনার সেই
অন্তর্ভেদী দৃষ্টি আমাকে শাসন
করে বলবে – আমার কারাগারে থাকার
চার হাজার ছয়শো বিরাশি দিন
ফিরায়ে দাও, তারপর তুমি আরাম করো।
আমি জানি আমি কুন্ঠিত হবো
লজ্জিত হবো, মাথা আনত হবে
ক্লান্তি আমার নিমিষেই যাবে চলে।
যখন আমার মনে হবে
কত বন্ধু স্বজন কত কিছু করলো
কত ভাবে আয় করলো, ব্যয় করলো
আমি কী করলাম জীবনে?
আমি তখন তাকিয়ে দেখবো
হাত বাঁধা অবস্থায় মুখ থুবড়ে পড়ে থাকা
মুক্তিযোদ্ধার লাশের দিকে
কিংবা পাগলিনী হয়ে রাস্তায় বেড়ানো
সম্ভ্রম হারানো মা বোনের দিকে।
তাঁদের সেই অগ্নি দৃষ্টি বিদ্রূপ করে বলবে
বল, কার রক্তে এই স্বাধীন বাংলাদেশ?
আমার হাত পা বিবশ হয়ে যাবে
উচ্চাভিলাষী মন আমার গুমরে কেঁদে উঠবে।
আমি আর কখনো চাইবো না
অন্যায়ের অবৈধ আরাম।
ক্ষমতার দাপটে যদি আমার চোখ
অন্ধ হয়ে দুঃখী দরিদ্রের প্রতি অবহেলা আসে
আমি চোখ তুলে তাকাবো
ঘাম ঝরানো কৃষকের দিকে
খাবারের যোগান দিয়েও
কতো সাধারণ তিনি
আর আমি কোন ক্ষমতার
কোন পাপী যে এই ঘামকে
এই কষ্টকে, এই পরিশ্রমকে
পায়ে দলে ক্ষমতার গর্বে অন্ধ হই!!
আমি সংযত হবো
আমি কৃষকের পায়ের নিচে থাকা
মাটির মতো বিনীত হবো।
দেয়ালের ছবিগুলো জানি
আর ছবি থাকবে না
অন্যায় অপরাধ থেকে বাঁচার
রক্ষাকবজ হবে।
আমার যদি ক্ষমতা থাকতো
সব দপ্তরের দেয়ালে দেয়ালে
টাঙিয়ে দিতাম এই ছবিগুলো
যা চোখে আঙুল দিয়ে দেখাতো
কোথা হতে এসেছে স্বাধীন বাংলা
কোথা হতে এসেছে স্বাধীনতা
কোথা হতে এসেছে ক্ষমতার তখত।

শেখ মফিজুর রহমান
সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি