1. admin@dainikprothomnews.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতিগস্থ ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না সাতক্ষীরায় চারটি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

নদী রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী

প্রথম নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৭৭ জন দেখেছে

রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক বোটিং প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে জিতেছে বাংলাদেশ সবুজ দল ও ভারতের কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব। কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব পুরুষ ও বাংলাদেশ লাল মহিলা দল রানার্স আপ হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজিত একদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ।

রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী। প্রতিযোগিতায় ১৪টি দেশের এবং ভারতের ৪টি দলসহ মোট ১৮টি দল অংশ নেয়।

উদ্বোধনী ভাষণে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের নদীগুলো আমাদের শরীরের শিরার মতো। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এক সময় এদেশে ১২০০ নদী ছিল কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে ৭০০তে। নদীগুলো দেশের উপনদী। নদী যেমন সরে যায়, তেমনি বোটিংও হয়। যারা নদীর তীর দখল করে, নদী বা জলাশয় ভরাট বা দূষিত করে তাদের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অ্যাম্ফিথিয়েটার স্থাপনের মাধ্যমে এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিলকে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। আশা করি রোয়িং ফেডারেশন হাতিরঝিলে নিয়মিত নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নৌকার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু নদীপাড়ায় নয়, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের প্রতীক নৌকা। নৌকা হাজার বছরের বাঙালির আবহমান বাংলার প্রতীক। ‘

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, সাধারণ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম, মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান প্রমুখ।

 

ঢাকার হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক বোটিং প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে যথাক্রমে জিতেছে বাংলাদেশ সবুজ দল ও ভারতের কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব। কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব পুরুষ ও বাংলাদেশ লাল মহিলা দল রানার্স আপ হয়েছে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রোয়িং ফেডারেশন আয়োজিত একদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ।

রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী। প্রতিযোগিতায় ১৪টি দেশের এবং ভারতের ৪টি দলসহ মোট ১৮টি দল অংশ নেয়।

উদ্বোধনী ভাষণে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের নদীগুলো আমাদের শরীরের শিরার মতো। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এক সময় এদেশে ১২০০ নদী ছিল কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে ৭০০তে। নদীগুলো দেশের উপনদী। নদী যেমন সরে যায়, তেমনি বোটিংও হয়। যারা নদীর তীর দখল করে, নদী বা জলাশয় ভরাট বা দূষিত করে তাদের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অ্যাম্ফিথিয়েটার স্থাপনের মাধ্যমে এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিলকে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। আশা করি রোয়িং ফেডারেশন হাতিরঝিলে নিয়মিত নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নৌকার সঙ্গে আমাদের সম্পর্ক শুধু নদীপাড়ায় নয়, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের প্রতীক নৌকা। নৌকা হাজার বছরের বাঙালির আবহমান বাংলার প্রতীক। ‘

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, সাধারণ সম্পাদক হাজী মোঃ খোরশেদ আলম, মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি