1. admin@dainikprothomnews.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতিগস্থ ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না সাতক্ষীরায় চারটি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯২ জন দেখেছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা চত্বরে বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবনে কৃষিবিদদের নির্দেশনা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না রাখার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষির উন্নয়নে ও কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য সরকার আর্থিক সহায়তা এবং বিনামূল্যে সার বীজ দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসহকারি কৃষিঅফিসার অমল ব্যানার্জী। আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী ও অতিথিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি এমপি রবি তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এবং স্টলে প্রদর্শিত প্রযুক্তি নিয়ে কথা বলেন কৃষি অফিসারদের সাথে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১১টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। এসময় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি