1. admin@dainikprothomnews.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতিগস্থ ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না সাতক্ষীরায় চারটি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ১ম সেমিফাইনালে ধুলিহরকে ২-০ গোলে হারিয়ে ভোমরা ফাইনালে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৬ জন দেখেছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আমীর হামজা, অর্থ সম্পাদক মো. আবু মুসা, সাংগঠনিক বন্দর ও ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হানান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, বীর মুক্তিযোদ্ধা আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইদ্রিস বাবু, ইকবাল কবির খান বাপ্পি, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় মাছুরা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, লাবসা ইউপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, লাবসা ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর হাবিবুর রহমান বিটু, যুবলীগ নেতা জুয়েল, মিজান, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ১ম সেমিফাইনালে অংশ নেয় ধুলিহর বনাম ভোমরা।

প্রথমার্ধের খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় ভোমরা ২টি গোল করে। ফলে ২-০ গোলে ধুলিহরকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয়লাভ করে এবং ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী পিপুল খান, সহকারি রেফারী ছিলেন আব্দুল গফ্ফার ও শ্যাম্মু খান চৌধুরী এবং রফিকুল ইসলাম খান।

আজ বুধবার দুপুর ২টার আগেই সাতক্ষীরা স্টেডিয়াম দর্শকে গ্যালারী কানায় কানায় ভরে যায়। সাতক্ষীরা স্টেডিয়ামে সব গ্যালারী যখন দর্শক পরিপূর্ণ হয়ে গেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠের ভিতরেও গিয়ে দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেবে আগরদাঁড়ী বনাম বল্লী।

এাময় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি