1. admin@dainikprothomnews.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতিগস্থ ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না সাতক্ষীরায় চারটি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

সাতক্ষীরায় এক দিনে ৫১ মামলার রায় ঘোষণা, বিচারকের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৬ জন দেখেছে

সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালাহ উদ্দীন এক দিনে ৫১ মামলার রায় দিয়ে নজির স্থাপন করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রতারণা, চুরি, যৌতুক দাবি ও মারামারি সংক্রান্ত মামলায় রায় দেন তিনি। তবে ইতোমধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি প্রথম নিউজকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।

তিনি বলেন, ঘটনাটি আমি জেনেছি। একসঙ্গে এতগুলো মামলার রায় তিনি দিতে পারেন না। কীভাবে এতগুলো মামলার রায় দেবেন তিনি? সাক্ষীর ব্যাপার রয়েছে। অবশ্যই যোগাযোগের মাধ্যমে এই রায় দেওয়া হয়েছে।

আব্দুল লতিফ আরও বলেন, ইতোমধ্যে একজন আইন কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করার জন্য নিয়োগ করে দিয়েছি। এ ছাড়া আগামীকাল (২ ফেব্রুয়ারি) ঘটনাটি জেলা জজের দৃষ্টিতে আনা হবে।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, পেশাগত জীবনে একসঙ্গে ৫১ মামলার রায় ঘোষণা করার কথা আগে কখনো শোনেননি তারা।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, একসঙ্গে এতগুলো মামলার রায় ঘোষণা সাতক্ষীরায় নজিরবিহীন। একদিক দিয়ে এটা ভালো। তবে কোনো কোনো মামলায় বিচারপ্রার্থীরা আশা করেছিলেন আসামিদের সাজা হবে। তবে তিনি সেই সব আসামিদের খালাস দিয়ে দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মো. সালাহ উদ্দিনের আদালতে মঙ্গলবার রায় ঘোষণার জন্য প্রস্তুত রাখা হয় ৫৭টি মামলা। প্রতারণা, চুরি, যৌতুক দাবি ও মারামারির এসব মামলার মধ্যে ৫১টি মামলায় রায় ঘোষণা করেন তিনি। এর মধ্যে ৮টি মামলায় ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। অন্য ৪৩টি মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের হামিদা খাতুন, পাটকেল ঘাটার নূর ইসলাম, একই থানার ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আবু শাহীন শাহজাহান সরদার, বরিশালের মুলাদী উপজেলার আলিমাবাদের সরোয়ার হোসেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার অহিদুজ্জামান ও খুলনার বটিয়াঘাটা উপজেলার পরানপুর গ্রামের হাবিবুর রহমান শেখ।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি