1. admin@dainikprothomnews.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনকারী, দুর্নীতিগস্থ ও সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না সাতক্ষীরায় চারটি অস্ত্র, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরায় তেলজাতীয় ফসল উৎপাদনে ৫ কৃষক পুরস্কৃত সাতক্ষীরায় কোন আম কবে পাড়া যাবে, জানালো জেলা প্রশাসন সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন সাতক্ষীরার আশাশুনিতে এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে ইরানের দাবি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র, লুকাতে চাচ্ছে ইসরায়েল

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বিচারিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২১৩ জন দেখেছে

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত জেলা ও দায়রা জজদের বিচারিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

বাংলাদেশের অধিকাংশ জেলা ও দায়রা জজদের নিয়ে সম্প্রতি বিচারিক প্রশিক্ষণের আয়োজন করে বিচারকদের একমাত্র প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা। ২০২১ সালের মধ্য ডিসেম্বরে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষনে চলমান মামলা জট নিরসনে বাস্তব ভিত্তিক কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এ বিষয়ে বিস্তারিত মতামত গ্রহণ করা হয়। এ বিষয়ে একটি গ্রুপের নেতৃত্ব দেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

এছাড়াও জেলা জজদের রায় লিখনে উপর দক্ষতার পৃথক মূল্যায়ন করা হয়। প্রশিক্ষণে দেওয়ানী, ফৌজদারিসহ আরও অনেক আইনি বিষয়ের আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১০০এর মধ্যে সর্বোচ্চ ৮৪ নম্বর পেয়ে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রথম স্থান অধিকার করার এই গৌরব অর্জন করেন।

এ বিষয়ে সাতক্ষীরা জজ কোর্টের কর্মরত পাবলিক প্রসিকিউটর এড. মোঃ আব্দুল লতিফের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রশিক্ষণের ফলাফলের বিষয়টি তিনি সম্প্রতি শুনেছেন। সাতক্ষীরার বিচারপ্রার্থী মানুষসহ সাতক্ষীরার আপামর জনসাধারণের জন্য একটি আনন্দের ও গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, সাতক্ষীরার জেলা জজ শেখ মফিজুর রহমানের মত সৎ, যোগ্য, মেধাবী ও বহুল প্রতিভার অধিকারী বিচারক বাংলাদেশে বিরল।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি