1. admin@dainikprothomnews.com : admin :
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালবাসায় আন্তজার্তিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত সাতক্ষীরা জোন ট্যুরিস্ট পুলিশের আয়োজনে সুন্দরবন দিবস পালন সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৫১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নেওয়ার ঘোষণা সৌদির শীতের রাতে সাতকানিয়া-লোহাগাড়ায় হঠাৎ বন্যা! মূল্যবৃদ্ধি ও কালো টাকার বিরুদ্ধে সোচ্চার হতে হবে সিভিল ডিফেন্স ও ভলান্টিয়ার বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী উপকারী শাক ৩টি সম্পর্কে জেনে নিন

সাতক্ষীরায় বিজিবি’র অধিনায়ক এর ব্যক্তিগত প্রাইভেটকারের ধাক্কায় নিহত এক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১২ জন দেখেছে

সাতক্ষীরার বাইপাস সড়কে বিজিবি’র অধিনায়ক এর প্রাইভেটকারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম সাইফুল ইসলাম (৩৭), সে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের পূর্বপাড়ার লোকমান হোসেনের ছেলে।

আজ বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল গফফার জানান, বাইসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো সাইফুল। আমার সঙ্গে কথা বলছিল। হঠাৎ বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার এসে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় সাইফুল।

এসময় তিন আরও বলেন, যশোরের দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-গ ২৩ ৭২১৯ নম্বর প্রাইভেটকার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে সাইফুল ইসলাম মারা যান।

এঘটনায় প্রাইভেটকার ও চালককে আটক করেছেন স্থানীয় জনতা। পরে পুুুলিশ, বিজিবি ও র‌্যাব খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।

এদিকে ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড় অবরোধ করে এলাকাবাসি।

সাতক্ষীরা-১৭ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান জানান, প্রাইভেটকারটি আমার ব্যক্তিগত। দূর্ঘটনার সময় গাড়িতে আমার স্ত্রী ছিলেন। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই দূর্ঘটনা ইচ্ছাকৃতভাবে তো হয়নি।

সাতক্ষীরা সদর থানার (তদন্ত) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাইভেটকার চালক সুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021-2024 দৈনিক প্রথম নিউজ
প্রযুক্তি সহায়তায় রি হোস্ট বিডি